• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১৬:৫৭ অপরাহ্ণ
তালায় এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ

তালায় স্থানীয় এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ৪৪ জন অসুস্থ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ ৪৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টাকা বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক প্রমুখ।