মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তালা সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা,কেক কাটা ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ) সকালে তালা ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। পরে তালা আল ফরুক শিশু সনদ এতিমখানার শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালা উপজলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,যুবলীগ নেতা খাঁন সিরাজুল ইসলাম,সরদার জাহাঙ্গীর,আবু সাঈদ মিঠু,সরদার কামরুল ইসলাম, ঘোষ স্বপন কুমার,মোঃ আতাউর রহমান,বিপ্লব অধিকারী,্ইউপি সদস্য মীর কল্লোল,অরুন কুমার ঘোষ,আসাদুজ্জামান আসাদ,হাফিজুর রহমান শিকদার রেহানা পারভীন ও শাহিদা প্রমুখ ।