আজ || বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালায় উথালী গ্রামে জোর পূর্বক ভাবে অন্যের জমি দখল

সাতক্ষীরা তালায় জোরপূর্বক ভাবে এনামুল হকের ৭ শতাংশ জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষর আজিজুল গংরা। এসময় এনামুলের স্ত্রীকে পিটিয়ে আহত করে গাছা-পালা কেটে সাবাড় করে দিয়েছে। সোমবার উপজেলা উথালী গ্রামে ঘটনাটি ঘটেছে । এঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানাযায়, উথালী গ্রামের মৃত ময়েজুদ্দীন শেখের ছেলে এনামুল হক পৈত্রিক সুত্রে সাবেক ৪১৯ দাগের ৬৮ শতাংশ জমির ভেতর থেকে ৪৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। হঠাৎ সোমবার সকালে উথালী গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে আজিজুর রহমান একদল দূর্বৃত্তদের সাথে নিয়ে এনামুল হকের ৪৮ শতাংশ জমির মধ্য থেকে প্রায় ৭ শতাংশ জমির গাছা-পালা কেটে সাবাড় করে দখল করে নেয়। এসময় এনামুল হকের স্ত্রী আসমা খাতুন তাদেরকে বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে জখম করে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এনামুল হক জানান।

বিষয়ে আজিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, ৬৮ শতাংশ জমির মধ্য আমার ২৭ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে আমি সেই জমিতে দখলে আছি।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Top