সাতক্ষীরা তালায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২২মে) দুপুরে তালা প্রেসক্লাবের হলরুমে দিবসটি পালন করা হয়। আওয়ামী মৎস্যজীবী লীগের তালা শাখার সভাপতি শেখ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধাান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ।
বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ।
এসময় তালা শাখার আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সেকেন্দর আবু জাফর বাবু, সাংগঠনিক সম্পাদক হামিদুজ্জামান সুজন, ডাঃ শেখ রিয়াজ উদ্দিন,শফিকুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী লেয়াকত প্রমুখ। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শেষে আসা অতিথিদের নিয়ে মৎস্যজীবী লীগের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।