“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার শাহপুরে তালা থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে শাহপুর নিরিবিলি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ আল কবীর রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য শামসুল হক, ইউপি সদস্য শামসুল হুদা পল্টু, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা আলহাজ্ আব্দুল গফফার গাজী, খেশরা পুলিশ ক্যাম্পের আইসি-২ আব্দুর রহমান, শামীম খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর খাঁন সাংবাদিক এস,কে রায়হান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন খেশরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল হক মোড়ল।
ওসি চৌধুরী রেজাউল করিম বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। গুজব,জঙ্গিবাদ,সাইবার অপরাধ, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক নিরোধ, সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করেন। সেই সাথে বিট পুলিশ তথা তালা থানা পুলিশ জনগণের সেবা দিতে সদা প্রস্তুতির আশাবাদ ব্যক্ত করেন।