আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালার জালালপুর ইউনিয়নের ৬০টি পরিবার জলাবদ্ধতা শিকার

সেকেন্দার আবুজাফর বাবু ::
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এক সপ্তাহ ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় ৬০টি পরিবার জলাবদ্ধতা শিকার হয়ে দুর্ভোগে পড়েছে।


মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে।
সাতপাখিয়া গ্রামে বোরহান সরদার জানান, গত বুধবার থেকে মুষলধারে বৃষ্টি হয় তিনদিন। তালতলা খালদিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় সৃষ্টি হয় এই জলাবদ্ধতার। আজ সাতদিন হলো আমার বাড়ির আঙিনায় পানি। শুধু আমার বাড়িতে না এমন পানি আরো প্রায় ৬০টি পরিবারে। বাবুর আলী সরদার জানান, জলাবদ্ধতার কারনে আমাদের বাড়ির আঙিনায় পানি সাতদিন বেশি। এতে করে বিশুদ্ধ খাবার পানির সংকট, রান্না-বান্না সমস্যা হচ্ছে। কবির সরদার জানান, তাদের এলকার পানি আগে তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত হত। কিন্তু খালে মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করা জন্য পানি এখন নিস্কাশিত হতে পারে না। একারনে গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা শিকার হয়েছে সাতপাখিয়া গ্রামে বেশকিছু পরিবার।


Top