৩২ নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে তালা সদর ইউনিয়নের ৩২নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আজিজুর রহমান , দ্বিতীয় শিখা দাস এবং তৃতীয় স্থান অধিকার করে নূর মোহাম্মদ
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সুমন হােসেন, সুরভী সাদিয়া লিমা, অর্ক মজুমদার, সুমন হোসেন,জাফিরুল প্রমুখ।
আমরা বন্ধু তালা উপজেলা টিমের জাফিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা হবে। পরবর্তীতে সমগ্র উপজেলায় আমরা এটি ছড়িয়ে দিতে চাই।