সাতক্ষীরা তালা উপজেলায় চোমরখালী গ্রামে সোমবার বিকালে বজ্রপাতে মাসুদ রানা (১৬)নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের সরদার মতিয়ার রহমানের পুত্র ও পাটকেলঘাটার জে সি এস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবিক সূত্র জানায় সোমবার বিকাল ৫টার দিকে চোমরখালী বিলে বোরো ধান কাটার পর বিচালীর আটি বাধার সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে। এসময় পাশ্ববর্তী লোকজন আহত মাসুদ রানাকে উদ্ধার করে পরিবারকে সংবাদ দেয়। এরপর তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে বিনেরপোতা নামক স্থানে পৌছালে সে মারা যায়।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।