তালা (সাতক্ষীরা) :: তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে ইউনিয়ন পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা রহিম সরদার, আওয়ামী লীগ নেতা গোলদার মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক উত্তম কুমার ঘোষ, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি প্রণয় কবিরাজ নয়ন প্রমূখ।