আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালার ইউপি সদস্য নিজস্ব অর্থায়নে একের পর রাস্তা নির্মানে দৃষ্টান্ত স্থাপন

বিশেষ প্রতিনিধি  ::
নির্বাচনী ওয়াদা থাকায় নিজস্ব অর্থায়নে একের পর রাস্তা নির্মান করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তালার এক ইউপি সদস্য।

রোববার  (৯ এপ্রিল) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের মোড়ল পাড়ায় ৫০ হাজার টাকা ব্যায়ে ৪শ ফুটের একটি ইটের সলিং রাস্তা উদ্বোধন করা হয়। উক্ত রাস্তাটির সম্পূর্ণ ব্যায়ভার বহন করেছেন, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু।
সরেজমিন গিয়ে পাঁচরোখী গ্রামের বাসিন্দা স্থানীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মিজানুর রহমান, আফতাব হোসেন মোড়ল, আব্দুল আজিজ মোড়ল, মান্নান শেখ সহ স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু তার নিজস্ব অর্থে এলাকায় ৭/৮টি রাস্তা তৈরী সহ ঈদপাহ, মসজিদ, মন্দির সংস্কারে ব্যাপক ভূমিকা রেখেছেন। ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু জানান, নিজের টাকায় ৫০হাজার টাকা ব্যায়ে পাঁচরোখী মোড়ল পাড়ার রাস্তা, ৩০ হাজার টাকা ব্যায়ে শোভাশিনী বড় ঈদগাহ সংস্কার, ২৪ হাজার টাকা ব্যায়ে কাজীপাড়া ঈদগাহ সংস্কার, ২০হাজার টাকায় পাকা রাস্তার মোড় থেকে প্রায়মারী স্কুলের রাস্তা তৈরী, ২৫ হাজার টাকা ব্যায়ে শোভশিণী মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তা তৈরী, ৪০ হাজার টাকায় পাচরোখী মনিরুলের বাড়ী পর্যন্ত রাস্তা তৈরী, শান্তিনগর মসজিদে ১০ হাজার ইট, নিজস্ব অর্থে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে সেমাই চিনি, শীতের সময় কম্বল বিতরণ, টিউবওয়েল বিতরণ সহ অসুস্থ্য-অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করি। মনিরুল ইসলাম মনু দুঃখ প্রকাশ করে আরও বলেন, এর পরেও নির্বাচনে পরাজিতরা আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র করে চলেছে, সস্প্রতি কয়েকটি পত্রিকায় আমাকে জড়িয়ে ভিত্তিহীন, বানোয়াট একটি সংবাদ সরববরহ করেছে উক্ত কুচক্রীমহল।

স্থানীয় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ জানান, আমাদের পরিষদের পর্যাপ্ত বাজেট না থাকায় মনিরুল মেম্বর তার নিজের টাকায় রাস্তা-ঘাট নির্মান সহ জনহিতকর কাজ করছে। আমি তারমত ইউপি সদস্য দের সাধূবাদ জানাই।

 


Top