তালা আল আমিন একাডেমিতে ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে তালা উপজেলা সদরে অবস্থিত আল-আমিন একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আদিব, দ্বিতীয় তামিম এবং তৃতীয় স্থান অধিকার করে মিরান।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সুরভী সাদিয়া লিমা, অর্ঘ্য ঘোষ, অর্ক মজুমদার,জাফিরুল ইসলাম , পুষ্পিতা সেন, মৃদুল আখুন্জী প্রমুখ।
আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য জাফিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা হবে। পরবর্তীতে সমগ্র উপজেলায় আমরা এটি ছড়িয়ে দিতে চাই।