তালায় ৫টি গাঁজা গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মশিয়ার মোড়ল (৩৮) সে উপজেলার উত্তর নলতা গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে।
রোবার (২৩ এপ্রিল) সকালে উপপরিদর্শক (এসআই) মরিরুজ্জামান মনির নেতৃত্বে একটি পুলিশ টিম তালা উপজেলার উত্তর নলতা গ্রামে অভিযান চালিয়ে ৫টি গাঁজা (৬৩০ গ্রাম ) গাঁজাসহ তাকে আটক করা হয়।
উপপরিদর্শক (এসআই) মরিরুজ্জামান মনির জানান, আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পটল ক্ষেত থেকে ৫টি গাজা গাছসহ তাকে আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। । বিকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।