আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় ৪ ছেলের ঝগড়ায় বৃদ্ধ মায়ের মৃত্যু

সাতক্ষীরার তালায় ৪ ছেলের ঝগড়া ও টানা-হেচড়ায় পড়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭০ বছরের বৃদ্ধ মায়ের করুণ মৃত্যু হয়েছে। অভাগা মা সালেহা বেগম (৭০) তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত আবু তালেব খার স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ জুন ) রাত ৯ টার দিকে। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

জানাযায়, তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত আবু তালেব খার মৃত্যুর পর ৪ ছেলের মধ্যে পৈত্রিক সম্পদ ও টাকা -পয়সা নিয়ে চরম বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে তদন্তে আসেন, সাতক্ষীরা পিবি আই পুলিশের দু-কর্মকর্তা।

স্থানীয় প্রতিবেশীরা জানান, পুলিশ কর্মকর্তারা চলে যাওয়ার পর পরই ৪ ভাই ইসমাইল খা (৫০),আবুল হোসেন খা (৪০) ইয়াছিন খা, (৩৮) হাকিম খা (৩৬) সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অভাগা মা সালেহা বেগম ছেলেদের বিবাদ মেটাতে সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) দারস্থ হন। কিন্তু সেখানেও ৪ ছেলে উপস্থিত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধ মাতা পিত্রালয়ে যাওয়ার পথে ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে পৌছালে ৪ ছেলের টানা-হেচড়ায় পড়ে হৃদক্রিয়া বন্ধ মারা যান।

বড় ছেলে ইসমাইল হোসেন খাঁ জানান, মাকে তাড়িয়ে খুলনার ১৮ মাইল বাজারে টানা হেচড়া করে ছোট ভাই ইয়াছিন খা ও হাকিম খা, এসময় স্ট্রোকে মা মারা যায়।
অপর পুত্র ইয়াছিন আলী খা জানান, ১৮ মাইল বাজারে আমাদের দুইভাইকে মারাপিট করে বড় ইসমাইল খাঁ ভাইয়ে লোকজন এসময় মা স্ট্রোকে মারা গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ভাইদের মধ্যে টাকা-পয়সা ও জমি-জায়গা নিয়ে বিরোধ চলছিল, ঘটনাটি শুনেছি, ঘটনা স্থল তালা থানার বাইরে, তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।

 


Top