সাপের কামড়ে জিৎ ঘোষ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত জিৎ ঘোষ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে তেরছি গ্রামে পলাশ ঘোষের ছেলে এবং তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে জিৎ প্রচন্ড গরমের কারনে তাদের ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে রাত ১ টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।
পরে তার পরিরারের লোকজন তাকে আশাংঙ্কাজনক উদ্ধার করে। ওই সময় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।