তালায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন, বিপনন, ব্রান্ডিং ও ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পেস প্রকল্পের আওতায় সংস্থার সম্মেলন কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পেস প্রকল্পের ব্যবস্থাপক আক্তার হেসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীদের সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন বিপনন ব্রান্ডিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এসইপি ডেইরী প্রকল্পের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় তালা সদর ইউনিয়নের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।