তালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের পরিবেশনায় নাটক ‘বেদের মেয়ে’ মঞ্চায়িত হয়েছে। রবিবার (১১ জুন) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এ নাটক মঞ্চায়ন হয়। তালার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গণসাংস্কৃতিক কেন্দ্রের ৩০বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্রের সদস্যদের অংশগ্রহণে এ নাটক মঞ্চস্থ হয়। নাটক উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শক আসে। এর আগে একই মঞ্চে গণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক অচিন্ত্য সাহা। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্য চক্রের প্রাক্তন সভাপতি ও তালা গণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।
বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজু সরদার, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াস, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শরমিন প্রমুখ। শত শত মুগ্ধ হয়ে সামগ্রীক অনুষ্ঠান উপভোগ করেন।