আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু     

সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না দুই সহদরের। শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলে চড়ে  বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সরাসরি আঘাত করলে  ঘটনাস্থলে দুই ভাই ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) মারাত্বক আহত হয়। তারা তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে।  এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠু  বাড়িতে চিকিৎসাধীন আছে।                    আহত মিঠু গাজী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা হতে বাড়ি ফেরার পথে তারা  দুর্ঘটনার কবলে পড়ে।  স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌছেছে।                      মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র  দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  পাটকেলঘাটা  থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়  জানান, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ অবহিত করেনি।                    তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)  চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি তিনি শুনেছেন।তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়।


Top