আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কর্তন

তালা উপজেলার জেঠুয়া ফকিরপাড়া আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে ক্ষেভের সঞ্চার হয়েছে।

আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কমিটির সভাপতি মোঃ জব্বার ফকির জানান, ‘জেঠুয়া গ্রামের মোঃ সুলতান গাজী ও তার ছেলে মোঃ সেলিম গাজী শুক্রবার বিকালে মাদরাসার ফলন্ত শতাধিক কাঁঠালসহ গাছের ডাল কেটে নিয়ে গেছে। কাঁঠালগুলো প্রতি বছর মাদরাসার ছাত্রদের খাওয়ানো হয়। ’ মাদরাসার সদস্য মোঃ নজরুল ফকির জানান, ‘প্রায় ১০ বছর ধরে কাঁঠাল গাছে ফলন আসছে । জোরপুর্বক তারা গাছের ডালসহ কাঁঠাল কেটে নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ তবে জেঠুয়া গ্রামের মোঃ সেলিম গাজী জানান, ‘আমি গাছ কেটে ভুল করেছি।

তার জন্য আমি ক্ষমা চেয়েছি।’ জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ‘গাছ কাটার বিষয়টি খুবই দুঃখজনক। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।’

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরি রেজাউল করিম জানান, মাদরাসার গাছ কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top