• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় ভূমিহীন পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা!

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৩, ২০:৪৫ অপরাহ্ণ
তালায় ভূমিহীন পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক ভুমিহীন পরিবারকে বসত ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টায় পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ সময় বসতঘরে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ ঘর নির্মানের চেষ্টা করা হয়। শনিবার (০১ জুলাই) ভোরে উপজেলার কলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

কলাপোতা গ্রামের রবিন্দ্রনাথের ছেলে অনিমেষ ঘোষ জানান, তেরছি মৌজার ১নং খাস খতিয়ানের ৩৪ শতাংশ জমিতে বসত ভিটা করে ৭ সদস্য পরিবার নিয়ে আমরা প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। যার হালদাগ ২২৪১, সাবেক দাগ ২৫৭৩। আমাদের বন্দোবস্ত নেওয়ার আবেদন করা আছে। শনিবার ভোরে একই এলাকার জাহাবক্স গাজীর ছেলে খোরশেদ গাজীর নেতৃত্বে একদল দুর্বৃত্তরা আমাদের বসত ভিটায় হামলা চালিয়ে জোর পূর্বক উঠানের মাঝখানে খুটিপুতে একটি ঘর তোলার চেষ্টা করে এবং বসতভিটার একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি সদস্য শংকর কুমার দাশ জানান, রবিন্দ্রনাথ ঘোষের পরিবারটি আসলেই ভূমিহীন, তাদের অন্যকোন জমি-জায়গা নাই, বিধায় দীর্ঘদিন যাবৎ তারা উক্ত খাস জমিতে বসবাস করে আসছে । ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে ভূমিহীন প্রত্যায়ন পত্র দেওয়া হয়েছে। আজকের হামলার ঘটনা শোনার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম, একটি ভূমিহীন পরিবারকে ভিটে থেকে উচ্ছেদের ঘটনা দুঃখ জনক। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি, পরিবারটি যাতে উক্ত জমির বন্দোবস্ত পেতে পারে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।