আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় আটক ২

তালা (সাতক্ষীরা)  : তালায় এক বুদ্ধি প্রতিবন্ধী (২০) কে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৫ মে) বিকালে ভুক্তভোগী মা তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলো তালা উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামের অজেদ কারিকর ছেলে ইবাদুল কারিকর (২৫) ও মন্টু ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (২৮) । এ সময় একই এলাকার  মফেজ সরদার ছেলে হাসেম আলী (৫৫) আসামি পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, গত রবিবার (১৪ মে) সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধীকে জেঠুয়া গ্রামে থেকে মফেজ সরদার ছেলে হাসেম আলী ও অজেদ কারিকার ছেলে ইবাদুল কারিকর ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর জানাতে পারেন আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে নিয়ে গেছে। রাতে মেয়েকে উদ্ধারের পর পরিবারের সদস্যরা জানতে পারেন বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পুলিশের খবর দিলে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে। সোমবার বিকালে তিনজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তার মা ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। উক্ত মামলার দুই আসামিকে আটক করা হয়েছে।


Top