আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতি করণে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।


এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন বাপ্পি,তালা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন সিরাজুল ইসলাম,তেঁতুলিয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন সরদার, খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, যুবলীগ নেতা সরদার কামরুল ইসলাম, আতাউর রহমান, আলমগীর হোসেন, আবু সাইদ মিঠু প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।
##


Top