তালায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া কিশোরী অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুক্তা খাতুনকে শেয়ার বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত উপকরণ তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শেয়ার বাংলাদেশ প্রতিনিধি প্রভাতী শীল ও মেয়েটির মা হিরা খাতুন।