আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (১২ আগষ্ট) সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে বার্ষিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূমি কমিটি ও উত্তরণ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় ভূমি কমিটি নেতা এড. আজাদ হোসেন বেলাল, নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল ওহাব, সাংবাদিক মিজানুর রহমান, অধ্যাপক অচিন্ত্য সাহা, রফিকুল ইসলাম মোল্যা, শেখ সেলিম আকতার স্বপন, শেখ মাহতাব হোসেন, মোঃ শফিকুল ইসলাম,মীর জিল্লুর রহমান, ভূমিহীনদের পক্ষ থেকে নাসিমা বেগম, হামিদা বেগম, শিরীনা পারভীন প্রমুখ। উক্ত সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা জেলার ৪টি উপজলোর ভূমি কমটিরি নতেৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে র‌্যালি ও তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, প্রান্তিক জনসাধারণের বৈচিত্র্যময় জীবন জীবিকার জন্য ভূমির অবদান অনেক বেশি। এজন্য সরকারের বিদ্যমান খাসজমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।


Top