• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ১৭:৫৫ অপরাহ্ণ
তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে তালা উপজেলা স্কাউটস্ এর র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা স্কাউট ওন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্কাউটস্ এর ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা স্কাউটস্ এর কমিশনার এনামুল হক, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, এসএম লিয়াকত হোসেন, আব্দুল খালেক, রেহানা খাতুন, বন্দনা চন্দ, হোসনেয়ারা খাতুন, সেলিম আকুঞ্জী প্রমুখ।

##