তালা উপজেলার পল্লীতে ১৩ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (২০ আগষ্ট) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, রবিবার দুপুরে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর শোনা যায়। এ সময় খলিশখালী কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মামনি দাশ, সংগীত শিক্ষক স্মৃতির স্বামী ধ্রুব মন্ডল এবং উত্তরণ ইয়ুথ এ্যাম্পাওয়াড প্রজেক্টের প্রজেক্ট অফিসার যোয়াকিম মন্ডল ঘটনাস্থলে হাজির হলে মেয়ে পক্ষের দাবি করে এটি জন্মদিনের আয়োজন। এক পর্যায়ে বাল্যবিবাহের বিষয়টি আঁচ করতে পারলে তারা মুচেলকা প্রদান করে।