“সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৮ আগষ্ট (মঙ্গলবার) সকালে তালা উপ-শহরে র্যালি শেষে শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা,৭জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন, ৫ জনকে আর্থিক সহযোগিতা এবং কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সমাজসেব কর্মকর্তা সুমনা শারমিন, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার হালদার,তথ্যসবা কর্মকর্তা সাথী রানী রায়, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন প্রমুখ। এ সময় ৭ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন, ৫ জনকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং ৫০ জন নারীকে ৬ লক্ষ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।