সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেন।
সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। এসময় অতিথি হিসেবে বক্তব্য অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম,মীর জিল্লুর রহমান প্রমূখ।
আলোচনার পূর্বে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও আলোচনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
##