শনিবার (২৯ এপ্রিল) বিকালে তালা উপজেলার সেনপুর বাজারে বিশিষ্ট লেখক বদরু মোহাম্মদ খালেকুজ্জামান রচিত ‘একাত্তরে সাতক্ষীরা অঞ্চলে কমিউনিস্ট পার্টির ভূমিকা’ শীর্ষক বইয়ের প্রকাশনাত্তোর আলোচনা সভা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক প্রফেসর মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক বদরু মোহাম্মদ খালেকুজ্জামান (সুহৃদ সরকার)। কবি সৌহার্য্য সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি খসরু পারভেজ, অধ্যাপক হাসেম আলী ফকির, নজরুল ইসলাম খান, হাদীউজ্জামান জয়, অধ্যাপক ইদ্রিস আলী, অরবিন্দু মৃধা, প্রভাষক তাপস কুমার মজুমদার, তিশা চামেলী, বেলাল হোসেন, গাজী জাহিদুর রহমান প্রমুখ।