তালায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে তালা প্রেসক্লাবে উক্ত তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আমির হোসেন (মিঠু)।
উক্ত তফসিল অনুযায়ী ১৫ জুন তালা প্রেসক্লাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এছাড়া ১৬ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ জুন সুজনশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, আপিল দাখিল, আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়। এ সময় সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির প্রতিনিধি সাইফুল্লাহ আল তারিক, তালা উপজেলা কমিটির নির্বাচনের সমন্বয়ক এসএম গোলাম রহমান, নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন ও সাইদুর রহমান, শিক্ষক নেতা আবুল কাসেম সরদার, উম্মে সালমা এবং মোঃ কামরুজ্জামানসহ তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।