সোমবার (১৯ জুন) সকালে তালা উপজেলার ইসলামকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য অনুষ্ঠিত পুষ্টি ও পরিবেশ সচেতন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মনি মোহন ঘোষ, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ ও অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশী দাশ প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অত্র স্কুলের শিক্ষক ও অভিভাবক মিলে ২৫ জন অংশগ্রহণ করেন।