তালায় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পুলিশ উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার বাড়ী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আটক ফিরোজ সানা বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।