তাপস সরকার ::
সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পরিবেশবান্ধব ব্লক নির্মানে উদ্যোক্তাদের মানোন্নয়নে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাঝিয়াড়ার পরিবেশ বান্ধব মৃৎশিল্প কেন্দ্রের প্রাঙ্গনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিবেশবান্ধব ব্লক নির্মানকারি প্রতিষ্ঠান শেখ ব্রাদার্স অটো সিমেন্ট ব্রিকস-এর কর্নধার আব্দুল আলিম পলাশ এবং ঢাকাস্থ ইকো ব্লক মেশিন নির্মানকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষক মো: মারজান।
কর্মশালায় সাতক্ষীরা ও খুলনা জেলার ১৫ জন উদ্যোক্তাদের মধ্যে পাচঁজন রিং স্লেব উৎপাদনকারি, সাতজন ইট উৎপাদনকারি এবং তিনজন রড-সিমেন্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এসময়, প্রশিক্ষকগণ পরিবেশবান্ধব ব্লক নির্মানে আধুনিক মেশিনের ব্যবহার সহ ইটের বিকল্প এবং এর গুরুত্ব তুলে ধরেন।
এসময় প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের ডকুমেন্টেশন কর্মকর্তা রাসেল আহমেদ, টেকনিক্যাল কর্মকর্তা প্রীতিশ মল্লিক, ডিজাইন এবং প্রডাকশন কর্মকর্তা চন্দ্রশেখর সহ প্রমূখ।