সাতক্ষীরার তালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা ও ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমিতে সমিতির সভাপতি সূর্য্য কান্ত পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।
সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী ।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোকবুল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজ্ঞুর রহমান, সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সফিউল্লাহ, প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, সহকারী শিক্ষক ফারুক হোসেন, নিভা রাণী পাল প্রমুখ। এসময় আনিসা ক্লিনিকের স্বত্তাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, সার্জিক্যাল ক্লিনিকের স্বত্তাধিকারী বিধান রায় উপস্থিত ছিলেন।
##