তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থা আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য নাসিমা সুলতানা,তানিয়া জেসমিন,দেবশ্রী পাল, তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহীদুর রহমান।
এদিন বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।