আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


তালায় জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও তালা থানার সহযোগিতায় পুরাতন বিদে স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর। খেলার রেফারির দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান হাবিব, সহকারী রেফারি ছিলেন মীর কাইউম ইসলাম ডাবলু ও মোঃ মইনুল হোসেন।


উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় খেশরা ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জালালপুর ইউনিয়নকে এবং ২য় খেলায় তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে নগরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।


Top