এম এ ফয়সাল, বিশেষ প্রতিনিধি :
তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, রবিবার (২ এপ্রিল) বিকালে তালা উপজেলার আড়ংপাড়া গ্রামে। আহত আড়ংপাড়া গ্রামের মৃত’ তালেব খার পুত্র ইয়াছিন আলী খা(৪৫) ও তার স্ত্রী শাহানাজ (৩২) কে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা হাসপাতালে ভর্তি ইয়াছিন আলী খা জানান, জমি-জমা বিরোধের সুত্র ধরে রবিবার বিকালে আবুল হোসেন খা ও ইসমাইল খা তার বসত ঘরে অনধিকার প্রবেশ করে তার স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানী সহ মারধর করে। খবর পেয়ে ইয়াছিন খা বাড়ীতে আসা মাত্রই তাকে এলাপাতাড়ী কুপিয়ে জখম করে। ইয়াছিন আলী আরও জনান, সন্ত্রাসী আবুল হোসেন ও ইসমাইল তার স্ত্রীর স্তন কামড়ে জখম করেছে, এর আগেও তারা এমন জঘন্য কাজ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো।