তালা ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শিরোনামে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুর ১টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী দীঘি বাওয়ালী , দ্বিতীয় স্থান অধিকারী আফিয়া আঞ্জুম এবং তৃতীয় স্থান অধিকারী অমলেন্দু সাধু ।
প্রতিযোগিতার শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর জাকির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশন এর তালা উপজেলা টিম সমন্বয়কারী তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, পুষ্পিত সেন,সুরভী সাদিয়া লিমা, জাফিরুল ইসলাম, সাইফুল ইসলাম, অর্ক মজুমদার, তৈয়বুর ইসলাম ।
আমরা বন্ধু তালা উপজেলা টিমের আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, আমাদের পরিবেশ নিয়ে ছোটবন্ধুরা কি ভাবছে, পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা কি এসব বিষয় তাদের কাছ থেকে জানাতে ও জানাতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিকভাবে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছোটবন্ধুরা অংশ নিবে। পরবর্তীতে সমগ্র উপজেলায় আমরা এটি ছড়িয়ে দিতে চাই।