• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১৮:৪৬ অপরাহ্ণ
তালার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব

তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ/ডিম খাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস। এ সময় তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান, স্থানীয় হাই স্কুলের শিক্ষক তুষার কান্তি ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন।