আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় ক্ষতিগ্রস্ত নারীদের সেবা প্রদান বিষয়ে এডভোকেসি সভা

মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে যুব নেতৃত্বে দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত নারীদের সেবা প্রদান বিষয়ে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সাংবাদিক, সমমনা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর সুব্রত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মোঃ আল মামুন, মহিলা বিষয়ক কার্যালয়ের দেবকী মন্ডল, নগরঘাটা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ ছবিরণ নেছা ও ইউপি সদস্য ডাঃ আব্দুল গফুর, উপজেলা রেডক্রিসেন্ট ও মাতৃ সনদ কেন্দ্র ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মোঃ মশিয়ার রহমান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি দিলীপ দাস ও সাংবাদিক অর্জুন বিশ^াস প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও এডভোকেসি সভার প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ)। এ সময় আরও উপস্থিত ছিলেন সিডো’র প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ারগ্রুপ ফেলোরি চার্ড হালদার ওসাকিব হাসান, ঐক্য যুবসংঘের সদস্য, সাইমন বিশ্বাস, মেঘলা বৈরাগী, মানিকহার যুবসংঘের সদস্য শান্তা পাল, দেবাশীষ পাল প্রমুখ।
যুবদের সাথে সেবা প্রদানকারীদের সম্পর্কের উন্নয়ন, দুর্যোগ পরবর্তী দ্রুত সাড়া কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যুবদের নিয়ে একটি আনুষ্ঠানিক কমিটি গঠন করার প্রস্তাব এবং আশ্রয়কেন্দ্রগুলোকে নারী বান্ধব করাসহ বিভিন্ন দিক নিয়ে এডভোকেসি সভায় আলোচনা করা হয়।

 


Top