তালায় ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন তেলওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা (দ্বিতীয় রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল কুদ্দুস, তালা থানার অফিসার্স ইনচার্জ চেীধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান, তালা সদরে সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম, আলহাজ্জ সরদার আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ আজিজুররহমান .আলহাজ্জ দিদারুল ইসলাম, তালা আদর্শ সুব সংঘের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল হক পলাশ, আনিশা ক্লনিকের মালিক ফারুক জোয়াদ্দার, ব্যবসায়ী আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
##