• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২৮, ২০২৩, ১৮:৪৩ অপরাহ্ণ
তালায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

‘কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে থানা চত্বরে তালা থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাক্ষ এনামুল ইসলাম।

উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জোনায়েদ আকবর,প্রচার সম্পাদক এ্যাড. রাজীব রায় চৌধুরী সঞ্চয়, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, তালা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন প্রমূখ।