তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেইরি প্রকল্পের ব্যবস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, এসইপি প্রকল্পের ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির, রেইজ প্রকল্পের ব্যবস্থাপক গোলাম আজম, কৃষি কর্মকর্তা নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা পারভেজ হোসেন, জহিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উন্নয়ন প্রচেষ্টার নিজস্ব ক্যাম্পাসে বৃক্ষ রোপন করা হয়।