তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী তিন বছরের জন্য মো মজিবুর রহমানকে সভাপতি ও সেখ ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়ে এ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোমরেজ আলীর প্রস্তাবে ও মহাদেব শীলের সমর্থনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভার সভাপতিত্ব করেন মো মজিবুর রহমান।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এসএম মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সদস্য জাহাঙ্গীর আলম, কল্পনা রানী সাহা প্রমুখ। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার শুভানুধ্যায়ী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।