আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

 তালায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রাগ্রসর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ম্যানেজার ড. এম এ হায়দার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ডেপুটি ম্যানেজার আব্দুল হাকিম, সাসের পরিচালক শেখ ঈমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে ৮টি প্রতিষ্ঠানের ৮ জন কৃষি কর্মকর্তা ও ১৬ জন কৃষক প্রতিনিধি মোট ২৪ জন অংশগ্রহণ করে।


প্রশিক্ষণ বিষয়ে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী বলেন, আমাদের তালা এলাকায় উন্নয়ন প্রচেষ্টা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করে নিজেদের সফলতার দাড় প্রান্তে নিয়ে এসেছে তাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক প্রতিনিধিদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন ও চাষ পদ্ধিতর সাথে পরিচয় করিয়ে দিতে এই প্রশিক্ষণ। আমরা আশা করি এমন সব প্রশিক্ষণের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষে ধীরে ধীরে বিল্পব ঘটানো সম্ভব। আগামী ৬ জুন প্রশিক্ষণের সমাপ্ত হবে।


Top