তালা (সাতক্ষীরা) :
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে মোঃ সবুজ সরদারকে অব্যহতি দেওয়া হয়েছে।
তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের যৌর্থ স্বাক্ষরিত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়, আওয়ামী যুবলীগ উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপস্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ও একাধিক অভিযোগের ভিত্তিতে যুবলীগের খলিষখালী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেওয়া হলো এবং স্থায়ী বহিস্কারের জন্য যুবলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়।