সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জি: শেখ মুজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপ প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসীন হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ,বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস,খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, জেবুন্নেচ্ছা খানম প্রমুখ।
##