ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল। অন্য ছয়জনের মধ্যে করোনা উপসর্গ ছিল।
ঢামেকের মর্গ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদের মধ্যে আগেই করোনা পজেটিভ শনাক্ত ছিলেন কিশোরগঞ্জের দেবেস চন্দ্র সাহা (৭৫), ঢাকার দোহারের আতাহার মিয়া (৭০), রাজধানীর বাড্ডার সিকান্দার আলী (৬৫), লক্ষ্মীপুরের সামছুল হক (৫২) ও শেরপুরের সেলিম মিয়া (৩৭)।
এর আগে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্যমতে, তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা যা ৪৫ জন। এ নিয়া মোট মৃত্যু ১ হাজার ৭৮৩ জনের। একই সময় দেশে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আর তাতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৮০১।