ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলাট চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, খুলনার খাদ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য শস্য উপযুক্ত মূল্য নিশ্চিতকরণে কার্যকরী উদ্যোগ নেবো। প্রয়োজনে রাজধানীর সাথে ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য শষ্যের সহজ পরিবহন সৃষ্টির চেষ্টা করবো। আমি কথা নয়, কাজে বিশ্বাসী। আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ডুমুরিয়াবাসীর অতন্ত্র প্রহরী হিসেবে আমাকে নিযুক্ত করুন। আমি ডুমুরিয়ার মা-মাটি-মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে এসেছি। তাই সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভ মূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।’
আজ মঙ্গলবার (২১ মে) ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী বাজারে পথসভা এবংট বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।
বিকেল থেকে রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে যান তিনি। খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগরগ বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্তগ অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।