রিয়াদ হোসেন || সাতক্ষীরার তালার সদর ইউনিয়নের ডাঙ্গানলতায় একটি গাছের ২৪ টি কাঁঠাল ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে তালা সদরের ডাঙ্গা নলতা গ্রামের আব্দুর রহমানের ছেলে জিল্লুর রহমানের ফলন্ত গাছে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ জিল্লুর রহমান তালা নিউজকে বলেন, গতকাল রাতে কে বা কারা আমার ফলন্ত কাঁঠাল গাছের ২৪ টি কাঁঠাল ধারালো অস্ত্রদিয়ে দিয়ে কেটে দিয়ে গেছে।
কাঁঠালগুলো সব দাগি হয়ে যাওয়ায় গাছ থেকে কেটে ফেলতে হবে।রমজান মাসে এমন ক্ষতি কেন করলো আমি বুঝতেছি না।