• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

admin
প্রকাশিত মার্চ ২, ২০২১, ১৭:৪০ অপরাহ্ণ
টিকা পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশ বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যে সকল শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ কিংবা তার বেশি তাদের http://www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

আর যে সকল শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নীচে তাদের এবং শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছক আকারে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সফটকপি পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলদা দুটি ছক তৈরি করেছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা লিখে পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে